দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী খাদিজাতুল আনোয়ার।রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপরে শুরু হয় ভোট গণনার কাজ।১৪২টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে নির্বাচনে লড়েছেন ৮ জন প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খাদিজাতুল আনোয়ার ১ লাখ ৬৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।ঘোষিত ফলাফল অনুযায়ী তরমুজ প্রতীকের প্রার্থী আবু তৈয়ব পেয়েছেন ৩৬ হাজার ৫৬৬ ভোট, একতারা প্রতীকের প্রার্থী সাইফুদ্দিন আহমদ পেয়েছেন ৩ হাজার ১৫১ ভোট, ফুলের মালা প্রতীকের প্রার্থী নজিবুল বশর মাইজভান্ডারি পেয়েছেন ২৩১ ভোট, লাঙ্গল প্রতীকের প্রার্থী শফিউল আজম চৌধুরী ২৫১ ভোট, চেয়ার প্রতীকের প্রার্থী মীর মু. ফেরদৌস আলম পেয়েছেন ৫২৬ ভোট, মোমবাতি প্রতীকের প্রার্থী মু. হামিদ উল্লাহ পেয়েছেন ১ হাজর ৫৩৮ ভোট, ঈগল প্রতীকের প্রার্থী মো. শাহজাহান পেয়েছেন ২ হাজার ২৬১ ভোট ও ফুলকপি প্রতীকের প্রার্থী রিয়াজ উদ্দিন চৌধুরী পেয়েছেন ৩১১ ভোট।উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী চট্টগ্রাম-২ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৬ হাজার ৪৮৭ জন। এরমধ্যে নারী ভোটার ২ লাখ ১৬ হাজার ৫৮২ জন ও পুরুষ ভোটার ২ লাখ ১৬ হাজর ৫৮২ জন।