২৪ ডিসেম্বর সকাল সাড়ে ৮ টার দিকে চকরিয়া থানার এসআই জামাল সংগীয় ফোর্স সহ চকরিয়ায় চট্রগ্রাম – কক্সবাজার মহাসড়ক সংলগ্ন রিংভং বন বিভাগের চেকপোষ্টের সামনে রাস্তার ওপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল সহ ফাহাদ মাহমুদ দিহান নামে ১জনকে আটক করেছে।ফাহাদ মাহমুদ দিহান লোহাগাড়ার আমিরাবাদ রাজঘাটার বাসিন্দা। আটক দিহানের মোটর সাইকেল এর চেসিস এর ভিতর বিশেষ কায়দায় লুকায়তি করে রাখা ইয়াবা বহন করার সময় তাকে আটক করা হয়।কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ইয়াবা বহন করে বিক্রি করার জন্য যাচ্অছিল।এদিকে অপর গোপন সংবাদের ভিত্তিতে সকাল পৌনে ১০টার দিকে একই স্থানে হানিফ পরিবহন বাসে তল্লাশী চালিয়ে নিষিদ্ধ মাদক ক্রিস্টাল মেথ আইস সহ মেছিং চাকমা নামে ২জনকে আটক করা হয়।তিনি খোরিখোলা টেকনাফ এর বাসিন্দা লাতাই চাকমার মেয়ে।অপরজন বিজয় তংচঙ্গা প্রঃ মং চাকমা , লম্বু, তিনি আলীকদম পানবাজার এর বাসিন্দা।শালীনতার সহিত নারী কনস্টেবল দ্বারা তল্লাশী করিয়া তাহার শরীরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৫০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ধৃত আসামী বিজয় তংচঙ্গা প্রঃ মং চাকমা এর পরিহিত প্যান্টের সামনের ডান পকেট হইতে ৫০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার জব্দ করা হয়। ১০০ গ্রাম আইস এর মূল্য অনুমান ৫০ (পঞ্চাশ) লক্ষ টাকা।এ বিষয়ে চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।