চকরিয়া উপজেলার খুটাখালীর পীর ছাহেব মরহুম হাফেজ শাহ আবদুল হাই (রাহঃ) এর ৬ষ্ট বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল প্রতি বছরের ন্যায় দু’দিনব্যাপী আগামী ২২ জানুয়ারী দুপুরে শুরু হয়ে ২৩ জানুয়ারী ২০২৪ ইং সম্পন্ন হবে বলে জনা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহ মাওলানা হাফেজ আবদুল হাই রাহঃ ফাউন্ডেশন চেয়ারম্যান আলহাজ্ব শাহ মাওলানা এসএম আনোয়ার হোসাইন। তিনি দু’দিন ব্যাপী মাহফিল ও ত্বরিকত সম্মেলনে সকলকে উপস্থিত হয়ে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন। পীরে কামেল, রাহনুমায়ে শরীয়ত ও তরীক্বত আলহাজ্ব শাহ মাওলানা হাফেজ আবদুল হাই (রহঃ) এর ইছালে ছওয়াব মাহফিল ও ত্বরিকত সম্মেলনে হাজার হাজার মুরিদান, ভক্ত-অনুরক্ত এদিন উপস্থিত হবেন। মাহফিলে অন্তত লক্ষাধিক মানুষের জন্য এখানে খাবার (তবরুক) ব্যবস্থা করা হয়। যার ব্যয়ভার নেন স্থানীয় ও দূর-দুরান্ত থেকে আগত ভক্ত-অনুরক্ত এবং মাহফিল বাস্তবায়ন পরিষদ। হযরত শাহ মাওলানা হাফেজ আবদুল হাই (রাহঃ) ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় ২য়বারের মত খুটাখালী উচ্চ বিদ্যালয় ময়দানে রবিবার বাদ জোহর আনুষ্ঠানিক ভাবে শুরু হবে ইছালে ছওয়াব মাহফিল। মরহুম পীর ছাহেব কেবলা (রহঃ) প্রবর্তিত এই মাহফিলে বাংলাদেশের প্রতিটি জেলার মুরীদানরা এদিন অংশগ্রহণ করবেন। হাফেজ শাহ আবদুল হাই (রাহঃ) ফাউন্ডেশনের সাবলীল ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন জেলার লোকজনের সার্বিক সহযোগিতায় মাহফিলের প্রচার -প্রচারনা কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। মাহফিলে দেশের নামকরা বিভিন্ন ওলামায়ে কেরাম, আলেম ওলামা তাকরির পেশ করবেন ও উপস্থিত থাকবেন বলে আয়োজক সুত্রে জানা গেছে।
Post Views: 581
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।