কক্সবাজারের ঈদগাঁও বাজারে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম চালানোর দায়ে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদণ্ড এবং অন্য একটি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়েছে।২৫ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে এ ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে নেতৃত্ব দেন ঈদগাঁও উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া।পপুলার ল্যাবকে ২০ হাজার টাকা এবং আল-মদিনা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকাসহ মোট চল্লিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।এছাড়া কম্বাইন্ড মেডিকেল ডক্টরস চেম্বার অপর একটি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে সিলগালা করে দেয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাদিয়া আফরোজ ও স্যানিটারী ইন্সপেক্টর জহর লাল পাল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।