গত ২৪ দিন ধরে নিখোঁজ কিশোর হাফেজ রিদুয়ানুল হক ফরহাদ (১৫)। এ পরিস্থিতিতে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে তার পরিবার।সে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড খাসঘোনা রাবারড্যাম গ্রামের আবদুল কাদের প্রকাশ কাদের মাঝির পুত্র এবং তমিজিয়া ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৬ষ্ট শ্রেনীর ছাত্র বলে জানা গেছে।জানা যায়, রিদুয়ান গত ১৯ আগষ্ট মাদরাসা ছুটির পর বাড়ি ফিরে আসে। এদিন বিকেলে কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এখন পর্যন্ত বাড়ি ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আশ্রয় নিয়েছেন তার পিতা আব্দুল কাদের। তিনি থানায় একটি সাধারণ ডায়েরী প্রক্রিয়াধিন বলেও জানান। হাফেজ রিদুয়ানের গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, তার পরনে ছিল পায়জামা-পাঞ্জাবী। কোন সুহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে- ০১৮৭১ ৩৪৭১১১ (বাবা) নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। আবদুল কাদের জানান, আত্মীয়স্বজন ও বন্ধুদের বাসাসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও রিদুয়ানের সন্ধান পাননি তারা। চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ জানান, নিখোঁজের ঘটনা থানায় সাধারণ ডায়েরি করা হয়নি। জিডি পেলে বিভিন্ন স্থানে খবর নিয়ে পুলিশি তৎপর চালানো হবে।