রাউজান পৌরসভায় হেঁটে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় সৈয়দ মো. শফি (৮১) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।রবিবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে দুর্ঘটনার ৪ ঘণ্টা পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শফি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম গহিরা আবুদ্দার বাড়ির মৃত আবদুল মালেকের ছেলে।পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বশির উদ্দিন খান বলেন, গাউছিয়া কমিটি গহিরা শাখার ব্যবস্থাপনায় গহিরা মাদরাসা সংলগ্ন মোয়াজ্জিম বাড়ি জামে মসজিদে মাসিক খতমে গাউছিয়া পড়ার জন্য সকাল ৬টার দিকে বাড়ি থেকে বের হন শফি। খতমে গাউছিয়া পড়ে সকাল সাড়ে ৮টার দিকে সেখান থেকে রাঙ্গামাটি সড়কপথে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় তিনি পশ্চিম গহিরা ইউনুচ সুফিয়া চৌধুরী পাবলিক উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কে পৌঁছলে পেছন দিক থেকে আসা শহরগামী একটি অজ্ঞাত নম্বরের মোটরসাইকেল তাকে পেছন দিক থেকে ধাক্কায় দেয়। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গহিরা জে.কে মেমোরিয়াল হাসপাতাল, পরে চমেক হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। ওই ঘটনায় মোটরসাইকেল আরোহীও সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।রাউজান হাইওয়ে থানার আপাতত দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ততক্ষণে মোটরসাইকেল আরোহীকে ও মোটরসাইকেলটি ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে দুপুরে হাসপাতালে শফি নামের একব্যক্তি মারা গেছে বলে পাঁচলাইশ থানা সূত্রে জানতে পেরেছি।