ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝঝুম
মম বাঁশরীর তানে পাশরি,
আমি শ্যামের হাতের বাঁশরী।
আমি রুষে উঠি’ যবে ছুটি মহাকাশ ছাপিয়া,
ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া!
আমি বিদ্রোহ-বাহী নিখিল অখিল ব্যাপিয়া-(কাজী নজরুল ইসলাম)
*প্রথম ছবিতে কাজী নজরুল ইসলাম।
স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি ও বিশ্ববাসী যাকে বিদ্রোহী কবি হিসেবেই বেশি পরিমান চেনেন তিনি হলেন,কাজী নজরুল ইসলাম।অবিভক্ত ভারত উপমহাদেশের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বাংলা ১৩০৬ সালের ১৪ই জ্যৈষ্ঠ ও ইংরেজি ১৮৯৯ সালের ২৫ মে তিনি জন্ম গ্রহণ করেন।বাল্যকালে কাজী নজরুল ইসলামের ডাকনাম ছিল দুখু মিয়া। নজরুল ইসলামের পিতার নাম কাজী ফকির আহমেদ ও মাতার নাম জাহিদা বেগম। চুরুলিয়ায় কাজী বংশ এককালে খুবই সম্ভ্রান্ত পরিবার ছিল।কিন্তু যে সময় কাজী নজরুল ইসলাম নবজাতক হয়ে আবির্ভূত হন।সেই সময় ব্রিটিশদের নানা রকম শোষণের শিকার হয়ে দৈন্য দশার একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেন কবির পরিচয় ও কবির পরিবার।
*তৃতীয় ছবিতে কাজী নজরুল ইসলাম এর প্রিয় পুত্র কাজী সব্যসাচী।
কাজী সব্যসাচীর মৃত্যু ১৯৭৯ খ্রিষ্টাব্দে।সভ্যসাচী একজন বাঙালি আবৃত্তিকার।যিনি বিশ্ব দরবারে শ্রেষ্ঠ আবৃত্তিকার হিসেবে জনপ্রিয়তা লাভ করেন।তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রিয় পুত্র।বিশেষ করে বিংশ শতাব্দির ষাট ও সত্তরের দশকে সব্যসাচী আবৃত্তিকার হিসেবে জনপ্রিয় হয়ে উঠেন।১৯৬৬ সালে তিনি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা বিদ্রোহী কবিতাটি প্রথম বারের মত রেকর্ড করেন।২০১৬ সালে সব্যসাচী স্মরণে তার পরিবার কাজী সব্যসাচী স্মৃতি পুরস্কার হিসেবে চালু করেন।প্রতি বছর এই পুরস্কার বাংলাদেশ এবং ভারত-এর দুইজন আবৃত্তিকারকে প্রদান করা হয়।
*দ্বিতীয় ছবিতে (মাঝ খানের ছবিটি) কাজী নজরুল ইসলাম এর প্রিয় দৌহিত্রী যিনি কাজী সব্যসাচীর প্রিয় কন্যা খিলখিল কাজী।দাদু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও বাবা কাজী সব্যসাচীর সুযোগ্য উত্তরসুরী খিলখিল কাজী।খিলখিল কাজী ১৯৬২ সালে ভারতের কলকাতায় জন্ম করেন তিনি।দাদু আর বাবার সঙ্গে বাংলাদেশে চলে এসেছিলেন তিনি।খিলখিল কাজী বাংলাদেশী একজন নারী কণ্ঠশিল্পী, আবৃত্কিার ও সংগঠক।তিনি কবি কাজী নজরুল ইসলামের নাতনী ও কাজী সব্যসাচী ও মা উমা কাজীর মেয়ে।তিনি বাংলদেশের কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউট কর্তৃক ২০১৩ সালে নজরুল পুরস্কারে ভূষিত হন।তিনি নজরুল ইন্সটিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য।খিলখিল কাজী তার দাদার জীবন কর্ম নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন।খিলখিল কাজী বিশ্বের বিবিন্ন দেশ ভ্রমন করে বিভিন্ন আচার অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা আলোকিত চকরিয়া ডট কম ( www.alokitochakoria.com ) এর সম্পাদক ও বাংলাদেশের ইংরেজী সংবাদপত্র দি ডেইলী নিউ নেশনের সাংবাদিক বি এম হাবিব উল্লাহ;র সাথে মোবাইল ফোনে আলাপকালে খিলখিল কাজী বলেন, সম্প্রতি সময়ে তিনি সৌদি আরবের মক্কা-মদিনায় গিয়ে পবিত্র উমরাহ হজ্ব পালন করেছেন।তিনি সকল পাঠকদের কাছে তার জন্য দোয়া কামনা করেন।