চকরিয়াSaturday , 25 February 2023
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

চবিতে নারী সাংবাদিক হেনস্থায় বিচার দাবিতে কর্মসূচি

Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)। আগামীকাল রবিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করবে তারা।শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সমিতির সভাপতি মাহবুব এ রহমান ও সাধারণ সম্পাদক ইমাম ইমু এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ৯ ফেব্রুয়ারি পেশাগত দায়িত্ব পালনকালে শাখা ছাত্রলীগের কিছু নেতাকর্মী চবি সাংবাদিক সমিতির সদস্য ও দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মারজান আক্তারসহ উপস্থিত সাংবাদিকদের হেনস্তা করেন। এসময় মারজান আক্তারের মুঠোফোনে ধারণকৃত চারুকলা শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের হামলার ছবি ও ভিডিও ফুটেজ ডিলিট করতে চাপ প্রয়োগ করেন ছাত্রলীগকর্মীরা। যা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়।এ ঘটনার বিচার চেয়ে দুই দফা আলটিমেটাম দেয় চবিসাস। এছাড়া হেনস্তার ভিডিও ফুটেজ ইতোমধ্যেই গণমাধ্যমে প্রচারিত হয়েছে। সুস্পষ্ট প্রমাণ থাকার পরও যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনের দীর্ঘসূত্রতা বিচারহীনতার নামান্তর। এ অবস্থায় দ্রুত সময়ে ঘটনার বিচারের দাবিতে আগামীকাল রবিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করবে চবি সাংবাদিক সমিতি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।