ক্ষমা করে দাও বিশ্ব বিধাতা ওগো
ক্ষমা করে দাও মোরে,
তোমার পথের ডাকে সঁপেছি আপনারে
গ্রহণ করো প্রেম ভরে।
ক্ষণিক সুখের তরে অন্ধ দুটি চোখে
আলোর পথের দিশা দাও,
তব করুণা আশে বসে আছি দীনবেশে
আজি অমৃত বৃষ্টি ঝরাও।
অকুল সাগরে হেথা চলেছি ভেসে ভেসে
তীরের ঠিকানা জানা নাই,
আমার সকল কাজে ধ্যানে ও জ্ঞানে যেন
তোমাকেই শুধু খুঁজে পাই।
জানি না কত পাপে ডুবেছি ধরাধামে
আঁখি জল ঝরে চিত্তদাহে,
শূন্য হৃদয়ে শুধু তোমারই প্রেম যাচি
কবুল করো খোদা তাহে।
তোমার প্রেমের ডোরে বেঁধে নাও আজি
ও আমার দয়াময় প্রভু,
সুখে কিংবা দুখে, আপন স্বার্থ লাভে
বিচ্যুত না হই যেন কভু।
লেখক-
ফাতেমা ইসরাত রেখা
কবি, আবৃত্তিকার ও গ্রন্থপ্রণেতা
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।