ফটিকছড়িতে ব্যাটারি চালিত অটোরিক্সা বন্ধের ঘোষনায় আন্দোলনে নেমেছে চালক- মালিকরা। গত দুইদিন ধরে রাস্তায় নিজেদের পরিবহন চালানো বন্ধ রেখে প্রতিবাদ করছেন শতশত অটোরিক্সা চালক- মালিক।এদিকে, ৩০ নভেম্বর, বুধবার সকালে নাজিরহাটের ঝংকার ও বিবিরহাট বাস স্টেশন চত্তরে জড়ো হয়ে প্রতিবাদ কর্মসূচী ঘোষনা করেন অটো চালকরা। পরে দুপুরের দিকে তারা উপজেলা পরিষদ চত্বরে এসে সমবেত হয়।এসময় চালকদের একটি প্রতিনিধি দল উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব ও নির্বাহী অফিসার সাব্বির রহমান সানির সাথে দেখা করে দাবী তুলে ধরেন।বৈঠক সূত্রে জানাযায় ১ ডিসেম্বর অটোরিক্সা বন্ধ ঘোষনা থেকে সরে এসে ১৬ ডিসেম্ভর পর্যন্ত সময় দেয়ার পক্ষে অবস্থান নিয়েছে প্রশাসন।জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রহমান সানি বলেন, এ বিষয়ে সরকারের যে সিদ্ধান্ত রয়েছে সে অনুযায়ী অটোরিক্সা রাস্তায় চালানোর কোন সুযোগ নেই। বুঝতে হবে অন্যান্য অপরাধের মতো এটিও একটি অপরাধ।তবে হঠাৎ করে আইনের আওতায় না এনে কিভাবে চালকদের অন্য পেশায় স্থানান্তর করা যায় সে বিষয়ে চিন্তা ভাবনা চলছে।কারন অনেক মানুষ এ পেশার সাথে জড়িত। তাই তাদের কিছু সময় দেয়া সমীচীন বলে মনে করি।নির্বাহী অফিসার আরো জানান ১৬ ই ডিসেম্বরের পরে এমপি মহোদয় চালক – মালিকদের সাথে কথা বলবেন। এরপর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।উল্লেখ্য গত ২৭ নভেম্বর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় ১ ডিসেম্বর থেকে ফটিকছডিতে অটোরিক্সা বন্ধের ঘোষণা দেন স্থানীয় সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। মূলত এরপর থেকে ফটিকছড়িতে অটোরিক্সার চালক – মালিকরা বন্ধ ঘোষণা না করতে আন্দোলনে নামেন।