যে হৃদয় আমার তীর্থভূমি
সে হৃদয়ে করলে আঘাত
ক্ষত হয় এই মনোভূমি।
যে চোখে আমার স্বর্গোদ্যান
সে চোখের একফোঁটা জল
ভেঙে দেয় মনোবল।
যে মুখ ছড়ায় চাঁদের কিরণ
সে মুখে লাগলে গ্রহণ,
শুরু হয় দুখের অনুরণন।
যে হাতে আমার সুখের পরশ
সে হাতের দুর্ভাগ্য রেখা,
আমাকে করে দেয় একেবারে একা।
যে পদধ্বনি আমার চিরচেনা,
সেই পা থেমে যাওয়া
মানে আমারই অচল হওয়া।
আমি তো কেবল তোমাতেই করেছি বাস।
হলে হোক সর্বনাশ।
লেখক-
সাবরীনা ইসলাম নীড়
কবি ও শিক্ষক, ঢাকা
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।