চকরিয়াFriday , 28 October 2022
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

চীন উহানে ফের লকডাউন?

admin2
October 28, 2022 7:09 pm
Link Copied!

চীনের যে উহান শহরে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত হয়েছিল, সেই শহরটিতে সংক্রমণ বাড়ায় পুনরায় লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত উহান জেলার আট লাখের বেশি বাসিন্দাকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।২০১৯ সালের শেষের দিকে বিশ্বে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। পরে এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। সংক্রমণ নিয়ন্ত্রণে উহানে দীর্ঘ দিন লকডাউন আরোপ করেছিল চীনা কর্তৃপক্ষ।স্থানীয় এক বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমরা সব কিছুর প্রতি অসাড় অনুভব করছি। আমরা আরও বেশি অসাড় অনুভব করছি।’বিশ্বের বৃহত্তম আইফোন উৎপাদন কারখানা যে শহরটিতে অবস্থতি সেই ঝেংঝোতেও লকডাউন ঘোষণা করা হয়েছে। অ্যাপল যখন আইফোন ১৪ উৎপাদন শুরু করেছে তখন শহরটিতে এই লকডাউনের কারণে উৎপাদন ব্যাহতের আশঙ্কা দেখা দিয়েছে।টানা তিন দিন ধরে উহানসহ বেশ কয়েকটি শহরে দৈনিক সংক্রমণ এক হাজারেরও উপরে রেকর্ড করা হয়েছে। চলতি মাসের শুরুতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন, বেইজিংয়ের শূন্য কোভিড নীতি পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। এটি করোনার সংক্রমণের বিরুদ্ধে জনযুদ্ধ।২৪ অক্টোবর পর্যন্ত সারা দেশের প্রায় ২৮ টি শহরে আংশিক লকডাউন কার্যকর হয়েছে। এর ফলে চীনের জিডিপির প্রায় এক চতুর্থাংশ যে অঞ্চলগুলো থেকে আসে সেসব এলাকার প্রায় ২০ কোটি ৭০ লাখ মানুষের ওপর প্রভাব পড়েছে।উহানে চলতি সপ্তাহে প্রতিদিন গড়ে ২৫ জনের নতুন সংক্রমণের খবর পাওয়া গেছে। গত দুই সপ্তাহে শহরটিতে দুই শতাধিক সংক্রমণের তথ্য রেকর্ড করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।