আগামী ২ নভেম্বর অনুষ্টিতব্য ফটিকছড়ি পৌরসভা নির্বাচন সামনে রেখে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। তবে এবারের নির্বাচনে প্রার্থীরা পোস্টার, ব্যানার কিংবা মাইকে প্রচারের চেয়ে ডোর টু ডোর ভোট ভিক্ষাকে বেশী প্রাধান্য দিচ্ছেন।কাউন্সিলরদের প্রচারণা ওয়ার্ড কেন্দ্রীক হওয়ায় তাঁদের নিয়ে আলোচনা এলাকা ভিত্তিক। তবে তিন মেয়র প্রার্থীর প্রচারণার আলোচনা মানুষের মধ্যে যেন একটু বেশী।এদিকে,দুই স্বতন্ত্র প্রার্থীর মধ্যে কামাল পাশার দেখা মিলছেনা ভোটের মাঠে। অন্যদিকে, আলোচনায় থাকা স্বতন্ত্র প্রার্থী মিনহাজুল ইসলাম জসিমকে প্রচারে তৎপর দেখা গেলেও নির্বাচনী পথচলায় ছন্দহীনতা লক্ষ্য করা যাচ্ছে।উল্টো দিকে দলীয় নেতা কর্মীদের পাশাপাশি স্ব স্ব ওয়ার্ডের পরিচিত ও স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিদের নিয়ে বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন ইসমাইল হোসেন।নৌকার প্রার্থী ইসমাইলের এমন প্রচারণার কৌশলে যথেষ্ট মুন্সীয়ানা ফুটে উঠেছে, এমন মন্তব্য অনেকের ।অপরদিকে, ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনাসহ পাড়া ভিত্তিক গণসংযোগ, উঠান বৈঠক করে ব্যস্ত সময় পার করছেন সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা।অন্যদিকে,প্রার্থীদের সমর্থনে সকাল থেকে রাত পর্যন্ত মাইকে ডিজিটাল প্রচারণায় মূখরিত হয়ে উঠে পুরো এলাকা। এরি মধ্যে ব্যানার -পোস্টারে ছেঁয়ে গেছে পৌর এলাকার সবকটি হাটবাজার ও গ্রামীণ জনপদ।