কিছু কিছু কারন
থাকে কিছু বারণ
দিন যায চলে আঁধারের
পথ পাড়ি দিতে দিতে।
ধীরে বহে নদী
স্রোতেরও নেই গতি।
জোয়ার আসে সময়ের টানে
রুধিবে তখন কে তারে ?
যত অন্যায়, যত অবহেলা
পড়বে মনে কেন করেছো হেলা ?
চেনা সুর হয়ে যায় অচেনা
শুধু মৃত্যু আমার এ জীবন না।
লেখক-সাজাদা পারভিন সাজু
সিনিয়র সাংবাদিক, গাজী টিভি, বাংলাদেশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।