চকরিয়াSaturday , 15 October 2022
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা ক্যাম্পে ২ মাঝিকে কুপিয়ে হত্যা

Link Copied!

উখিয়ার থাইংখালি ১৩ নম্বর রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে দুর্বৃত্তরা ফের দু’জন মাঝিকে কুপিয়ে হত্যা করেছে।শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় এই ঘটনা ঘটে। একজন ঘটনাস্থলে এবং অপরজন চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে মারা গেছেন।নিহতরা হলেন, উখিয়া থাইংখালি ১৩ নম্বর ক্যাম্পের এফ ব্লকের হেড মাঝি মৃত নুর মোহাম্মদের ছেলে মো. আনোয়ার(৩৮) একই ক্যাম্পের সাব-মাঝি মৌলভী সৈয়দ কাসিমের ছেলে মৌলভী মো. ইউনুস(৩৮)।৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ের সহকারী পুলিশ সুপার (অপস এন্ড মিডিয়া) মো. ফারুক আহমদ বলেন, শনিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়ার থাইংখালি ক্যাম্প-১৩ এর এফ ব্লকের হেডমাঝি মো. আনোয়ার ও সাবমাঝি মৌলভী মো. ইউনুস একটি দোকানের সামনে অবস্থান করে স্বেচ্ছাসেবকদের সাথে কথা বলছিলেন।এসময় ১৫-২০ জনের একটি দুষ্কৃতিকারী দল তাদেরকে উপর্যুপরি কুপিয়ে চলে যায়। এতে সাবমাঝি মৌলভী মো. ইউনুস ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। আর ব্লক হেডমাঝি আনোয়ার গুরুতর জখম পান। তাকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার দিকে আনোয়ারও মারা যান।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, রোহিঙ্গা ক্যাম্প ১৩ এর এফ ব্লকের হেড মাঝি আনোয়ার ও সাব-মাঝি ইউনুস দুর্বৃত্তের দ্বারা জখম হয়ে একজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মরদেহগুলো উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।সহকারী পুলিশ সুপার ফারুক বলেন, ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক এপিবিএন ফোর্স মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতিকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। আপাতত ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।