চকরিয়ায় মহাসড়ক লাগোয়া সড়ক বিভাগের জমি থেকে অবৈধস্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। বুধবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া নলবিলা এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে অন্তত কোটি টাকার জমি উদ্ধার করা হয়েছে। জানা যায়, চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের বাসিন্দা মো. এমরান মহাসড়ক লাগোয়া নলবিলা এলাকায় সড়ক বিভাগের জমি দখল করে টিনের ঘেরা দিয়ে ভিতরে দোকান নির্মানের প্রাথমিক কাজ সম্পন্ন করেছেন। এ খবর পেয়ে কক্সবাজার সড়ক বিভাগের আওতাধীন চকরিয়া উপ-বিভাগীয় প্রকৌশলীর নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। চকরিয়া সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. দিদারুল ইসলাম বলেন, সড়ক বিভাগের একোয়ারকৃত জমিতে অবৈধভাবে দোকান নির্মাণের খবর পেয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় সড়ক আইনে দখলবাজের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।