চকরিয়া উপজেলার চিরিংগা মাছ বাজারে অভিযান চালিয়ে ৪০ কেজি মা ইলিশ মাছ জব্দসহ ২ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৭ই অক্টোবর (শুক্রবার) সকালে উপজেলার চিরিংগা মাছ বাজারে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহান তাজিমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের এক কোণায় বড় বড় ঝুড়িতে তল্লাশি চালিয়ে ২ ব্যবসায়ীর রক্ষিত ৪০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহান তাজিম জানান,বাজার থেকে জব্দকৃত ইলিশ মাছ পরিবহনের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) রাহাত উজ জামানের ভ্রাম্যমান আদালতে নিয়ে গেলে ২ ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা করে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরে এসব মা ইলিশ উপজেলার ৪টি এতিমখানায় বিতরণ করা হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ-জামান বলেন, মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসকের নির্দেশে অভিযান চালানো হয়। অভিযানে ইলিশ মজুত রাখায় ২ ব্যবসায়ীকে ৪হাজার টাকা জরিমানা ও ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণে আমাদের অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য: বৃহস্পতিবার রাত ১২টা থেকে ২৮ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। একই সঙ্গে বন্ধ থাকবে আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও বিক্রি। এ আইন অমান্য করলে এক-দুই বছরের সশ্রম কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে।