লিচুর থেকেও সমাজ পেতে পারে কিছু।
পাগল বলে তার নিয়োনা পিছু।
হয়তো মানসিক বিপর্যয় থেকে ঘটেছে এমন।
তোমাদেরও ঘটতে পারে তেমন।
কাউকে অবহেলা করোনা,
কখন কার কি ঘটে বলা তো যায়না।
একটু সেবা, কিঞ্চিত সহানুভূতি
ঘুচিয়ে দেবে সকল ত্রুটি।
পাগল নয়, শুধু মানুষ ভাবো।
ওর জায়গায় তোমার মায়ের ছবি রাখো।
দেখবে শ্রদ্ধায় নুয়ে আসবে মাথা,
তখন আর বলবেনা যা তা।
সেও একদিন সুস্থ ছিলো তোমাদের মতো।
দু’চোখে স্বপ্ন ছিলো কতো …।
আজ সে পাগল হয়ে পথে পথে ঘোরে।
আপন মনে কথা বলে আস্তে কখনো জোরে।
কাশিয়ানীর হতভাগ্য নারী লিচু,
সেও ভালোবাসা চায় কিছু।
লেখক-
সাবরীনা ইসলাম নীড়
কবি ও শিক্ষক, ঢাকা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।