চকরিয়াMonday , 29 August 2022
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

দেশসেরা অনলাইন পারফর্মার হলেন শিক্ষক রওশন শরীফ

admin2
August 29, 2022 6:18 pm
Link Copied!

ওয়েবসাইট শিক্ষক বাতায়নে দেশসেরা অনলাইন পারফর্মার হলেন রওশন শরীফ তানি। তিনি রাঙামাটির কাপ্তাই উপজেলার ব্যাপ্টিস্ট মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।আবৃ্ত্তি, সঙ্গীত শিল্পী ও উপস্থাপক রওশন শরীফ তানি। সরকারি চাকুরিতে যোগদান করেন ২০০৯ সালে। সে থেকে আজ অবধি নিজের পেশার প্রতি দায়িত্ববোধ আর শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা তাকে আষ্টেপৃষ্টে বেঁধে রেখেছে। শিক্ষার্থীদের কিভাবে আরও বেশি বেশি করে বিদ্যালয়মুখী করা যায়, তাদের লেখাপড়াকে কিভাবে আর আনন্দময় করা যায় এ নিয়ে রয়েছে তাঁর নানা ভাবনা ও পরিকল্পনা। কাজ ও করছেন সেই লক্ষে।করোনাকালীন সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশও যখন দিশেহারা, তখন তিনি নিজ বাড়িতে বসেই শিক্ষার্থীদের জন্য অনলাইনে ক্লাস শুরু করেন। ফেসবুক, জুম এপস, গুগল মিট, মাইক্রোসফট টিম, স্টিম ইয়ার্ড ইত্যাদি এপস ব্যবহার করে প্রায় ৪০০ ক্লাস তিনি অনলাইনে করেছেন। শুধু তাই নয়, দরিদ্র শিক্ষার্থী আর নেটওয়ার্ক জটিলতা, অনেকের অসহযোগিতা সব মিলিয়ে নানা প্রতিকূলতার সাথে নিত্য লড়াই করেছেন প্রতিশ্রুতিশীল এ শিক্ষক।শুধু লেখাপড়াতেই তার কার্যক্রম সীমাবদ্ধ ছিল না, তিনি করোনাকালীন বন্দীদশায় শিক্ষার্থীদের মানসিক বিকাশ যেন অব্যাহত থাকে সেজন্য নানা কার্যক্রম চলমান রেখেছেন। যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাস্থ্য সচেতনতা মুলক অনুষ্ঠান, অভিভাবকদের সাথে নিয়মিত মিটিং, ছবি আঁকা, কাগজ দিয়ে নানারকম কার্ড ও খেলনা তৈরিসহ নানা কার্যক্রমের মধ্যে দিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সম্পৃক্ত ছিলেন।অনলাইনে তার কার্যক্রম প্রশংসা কুড়িয়েছে প্রাথমিক শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকলের। বিশেষ করে সারা বাংলাদেশের প্রায় সকল শিক্ষক ও কর্মকর্তাগণ তার এ কার্যক্রম সম্পর্কে অবগত আছেন।সম্প্রতি তিনি দেশের সর্ববৃহৎ শিক্ষা সংশ্লিষ্ট প্লাটফর্ম শিক্ষক বাতায়নে এটু আই কর্তৃক সেরা অনলাইন পারফর্মার হবার গৌরব অর্জন করেছে।এ ব্যাপারে তাঁর অনুভূতি জানতে চাইলে তিনি জানান, শিক্ষক বাতায়নে একদিন ছবিটি ভাসবে, এ স্বপ্ন তার দীর্ঘদিনের। তবে শুধুমাত্র সেরা হবার জন্য তিনি কোন কাজ করেননি। তিনি তার মেধা, অর্থ, শ্রম দিয়ে দিনরাত পরিশ্রম করেছেন শুধুমাত্র শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা থেকে। তার এই কাজ তাকে আজ এই সম্মান এনে দিয়েছে।এজন্য তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, এটু আই কর্তৃপক্ষ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, তার উপজেলা, জেলা ও বিভাগীয় কর্মকর্তাগণ, তার সহকর্মী, সারা দেশের শিক্ষা পরিবারের সকলের প্রতি।আরো কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার নিজ পরিবারের সকলের প্রতি যারা তাকে সব সময় ভালো কাজের জন্য উৎসাহিত করে থাকে এবং যে কোন জটিলতায় ছায়া হয়ে সংগে থাকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।