কুষ্টিয়ার ভেড়ামারায় ফিলিং স্টেশনে অগ্নিকান্ডে দুই জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হন। শুক্রবার (১২ আগস্ট) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত পৌনে ৮ টার দিকে ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকার দফাদার ফিলিং স্টেশনে তেলবাহী ট্যাংকার থেকে পাম্পে তেল আনলোড করার সময় বৈদ্যুতিক শট সার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এতে পাম্পের কর্মী সাজেদুল (২০) ও বিজয় (২২) অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।নিহতদের দু’জনের বাড়ি দৌলতপুর উপজেলায়। এঘটনায় আরও দুইজন গুরুতর আহত হন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে কুষ্টিয়া ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক জানে আলম জানান, বৈদ্যুতিক শট সার্কিটের কারণে আগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।ওসি মজিবুর রহমান জানান,অগ্নিকান্ডে নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।