জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে চকবাজারে জাতীয় পার্টির কার্যালয়ে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর সভাপতি সোলায়মান আলম শেঠ বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৯ বছরের শাসনামলের ইতিহাস উন্নয়ন-সমৃদ্ধির সোনালী ইতিহাস। ৯০ পরবর্তী বিএনপি-আওয়ামী লীগের প্রতিপক্ষকে দমন ও প্রতিহিংসামূলক রাজনীতির কারণে মানুষ তিক্ত-বিরক্ত। এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম ও সাপ্তাহিক ছুটি জুমাবার করেছেন।তিনি আরও বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ মসজিদ, মাদ্রাসা, মন্দির, গীর্জা ও প্যাগোডা উন্নয়নসহ সরকারি শ্রমিক কর্মচারীদের ভাগ্য পরিবর্তনে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। প্রাদেশিক ও স্থানীয় সরকার পর্যায়ে উপজেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশন সৃষ্টি করে পরিচালনার ক্ষেত্রে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করে প্রশাসনকে জনগণের কাছে নিয়ে গিয়েছিলেন। সেখানেই ছিল হুসেইন মুহম্মদ এরশাদের বড় সাফল্য।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহানগর সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এয়াকুব হোসেন, সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবু জাফর মাহমুদ কামাল, কেন্দ্রীয় যুবসংহতির সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর সভাপতি আলী ইমরান চৌধুরী, নগর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও যুবসংহতির সদস্য সচিব কে. এম আবছার উদ্দিন রনি, সাংগঠনিক সম্পাদক (২) জহুর উদ্দিন জহির, দপ্তর সম্পাদক ছবির আহমদ, নগর নেতা শেখ আকতার, কেন্দ্রীয় কৃষক পার্টির সহ-সভাপতি ও নগর সভাপতি এনামুল হক বেলাল, নগর জাতীয় মহিলা পার্টির সভানেত্রী সুলতানা রহমান, উত্তর জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক শফিউল আজম চৌধুরী লিটন প্রমুখ।