স্রোতস্বিনী গহীন বঙ্গোপসাগরের হুংকারে ‘
মনে হয় কি আশ্চর্য প্রাণে পৃথিবী সরব!
মনে হয় সর্বংসহা অসংখ্য নারীর বিলাপ!
আসলে প্রতিটি মানুষ বোধয় প্রহর গুনে।
আমিও তার ব্যতিক্রম নই।
আমি অকারন প্রহর গুনি ,স্বপ্ন দেখি সাধারণের মতো।
আমি আসলে স্বপ্ন দেখা মানুষ, ঘুমিয়েও
দেখি জেগেও দেখি।প্রতিদিন এক আশ্চর্য সকালের
প্রতীক্ষায় রাত কাটানো মানুষ ।
বাংলাদেশের স্বাধীকার জাতিসত্তার সাথে আমার
আত্মবিশ্বাসী ও প্রত্যয়ী হওয়ার
কারনে আমার কস্টের জীবন।
ভালবাসাই আমার কঠিন প্রাপ্তি।
আমি কাউকে হিসেব করে ভালবাসিনা,
তেমনি বেহিসাবি ভালবাসা প্রতিদান পাই সকাল সন্ধ্যা।
শেকড়ের সাথে লেপ্টে থেকেও শেকড় হীন শ্যাওলামাখা ভাবি বহুসময়।
প্রহর গুনি।
রাত্রি প্রহরে ও প্রহর হয় স্বপ্ন বুনা
আকাঙ্খিত ভোর সকালের!
লেখক-নারী নেত্রী ও সাংঠনিক সম্পাদক
কক্সবাজার জেলা আওয়ামীলীগ
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।