চকরিয়া উপজেলার মানিকপুর সুরাজপুর ইউনিয়নের মানিকপুর বাজারের পাশে বিশাল কবরস্হান সহ ফজলুর রহমান সিকদার (কিউক) ওয়াকফ এস্টেট পরিচালিত ঐতিহ্যবাহী কিউকের তিন গম্ভুজ সমৃদ্ধ মসজিদটি দীর্ঘ অন্তত ১৫০ বছর পুর্বে নির্মাণ করা হয়। মোগল আমলে ভারতের কলকতার নির্মাণ শ্রমিক এর মাধ্যমে মিয়ানমারের রেংগুন শহর থেকে নকশা তৈরী করে মসজিদ টি নির্মাণ করা হয়। তখন মানিকপুর মগ ও রাখাইন রাজ্য ছিল। উপজাতীদের কিয়াং ছিল অন্তত ১২ টি। আপর দিকে তখনকার মুসলমানদের ইসলাম প্রচার করার মত কোন ধর্মী প্রতিস্টান ছিলনাা এতদাঞ্চলে। সেই সময়ের ধর্মভিরু, বিশিষ্ট ব্যাবসায়ী ও দানবীর মরহুম ফজলুল রহমান সিকদার প্রকাশ বৃটিশ খেতাব অর্জনকারী ফজলুর রহমান সিকদার বা কিউক এ মসজিটি নির্মাণ করেন। কিউকের মসজিদ ও সমুহের কবরস্থানটি এখন মাতামুহরী নদীর ভাংগনের মুখে পড়ে নদী গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যে নদীর ভাংগন থেকে মসজিদ ও কবরস্থান রক্ষায় পানি উন্নয়ন বোর্ড বেশকিছু ব্লক বসায় ওখানে। তারপরও ব্তমানে নদীর ভাংগন থেকে মসজিদ রক্ষায় ঝুকিপূর্ণ নদীর পাড়ে ব্লক বসিয়ে বা জিও ব্যাগের মাধ্যমে জরুরী প্রকল্প গ্রহনের উদ্যোগ নিতে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা কামনা করছেন মসজিদের দায়ীত্বপ্রাপ্ত মোতায়াল্লী মাহবুবর রহমান চৌধুরী ও সাধারণ মুসল্লীরা। দির্ঘ্য দিন ধরে অবহেলা আর মসজিদের কতৃত্ব নিয়ে স্থানীয় লোকজনের দলাদলীতে বিভিন্ন ভাবে মসজিদের সার্বিক কর্মকাণ্ডে ধীরগতি ও ধর্মীয় অনুসাশন, মক্তবের পড়া লেখা, ইমাম মুয়াজ্জিনের বেতনভাতা এমনকি মসজিদে মুসল্লী সমাগমে এখন রিতীমত মুসল্লী সমাবেশ দীগুণ বেড়েই চলেছে কিউকের এ মসজিদে।। মাতামুহুরী নদীর পাড়ে অবস্থিত মানিকপুর এ মসজিদের উন্নয়নে স্থানীয় সকলের সম্মিলনে সব ধরনের দলাদলি এখন ওই মাতামুহুরী নদীর পানির সাথে তলিয়ে যেতে শুরু করেছে। মসজিদটির সার্বিক কর্মকাণ্ডে উন্নয়নের ব্রতী নিয়ে মাটির সাথে মিশে গিয়ে মসজিদের পুর্বের ঐতিহ্য ফিরে আনতে মসজিদের সেবকের দায়ীত্ব পালন করছেন এলাকার উচ্চ শিক্ষিত ও তরুণ সমাজ সেবক, চট্টগ্রামের চিত্রকলার সিনিয়র আর্টিস্ট মাহবুবর রমান চৌধুরী। তিনি বলেন, তার জীবনের শেষ সময় টুকু পর্যন্ত এ মসজিদের খাদেম হিসে নিজেকে বিলিয়ে দেবেন। তিনি বর্তমানে মানিকপুর কিউক মসজিদের মোতোয়াল্লীর দায়ীত্ব নেয়ার পর থেকে বর্তমানে পুর্বের দায়রা শরীফের সংষ্কার, কবরস্থানের উন্নয়ন, মক্তবের পূর্বপরিকল্পনা ও মুসল্লী সমাবেশে জায়গা সংকোলন সমস্যা সমাধানে নতুন করে অবকাঠামোগত উন্নয়নমুলক কর্মকাণ্ড এগিয়ে চলছে। তিনি সবার সগযোগিতা চাইলেন মসজিদের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড ও মুসল্লীদের মধ্যে সৌহার্দ্যপুর্ণ সম্পর্ক তৈরীতে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।