চকরিয়াWednesday , 13 April 2022
  1. Lead Post
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আজব খবর
  5. আন্তর্জাতিক
  6. আলোকিত চকোরিয়া
  7. আলোকিত বন্ধু সমাবেশ
  8. আলোকিত বাংলাদেশ
  9. আলোকিত বিজ্ঞাপন
  10. আলোকিত মানুষ
  11. আলোকিত শিশু
  12. আলোকিত সংবাদ
  13. আলোকিত সাময়িকী
  14. ইসলাম ও ধর্ম
  15. কক্সবাজার
আজকের সর্বশেষ সবখবর

হচ্ছে না জব্বারের বলিখেলা

admin2
April 13, 2022 8:45 pm
Link Copied!

চট্টগ্রামের লালদীঘিতে জব্বারের বলি খেলা ও মেলা স্থগিত করেছে ঐতিহাসিক আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটি।বুধবার (১৩ এপ্রিল) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটির সভাপতি জহর লাল হাজারী।তিনি বলেন, সময়, রোজা ও লালদিঘীর মাঠের মধ্যে সমন্বয় না হওয়ায় এবছরের জব্বার বলি খেলা ও মেলা স্থগিত করা হয়েছে।কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জামাল হোসেন বলেন, গত ২ বছর (২০২০ এবং ২০২১) ঐতিহাসিক জব্বারের বলীখেলা অনুষ্ঠিত হয়নি। করোনা পরিস্থিতি অনুকূলে থাকায় চট্টগ্রামের ইতিহাস সমৃদ্ধ আয়োজনটি উপভোগে উন্মুখ হয়ে ছিলেন সবাই। কিন্তু চট্টগ্রামের আরেকটি বিখ্যাত ভেন্যু যেটি আবার মেলা ও বলীখেলারও ভেন্যু সেটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না হওয়ায় মেলা হচ্ছে না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সরকার এই মহামারি প্রতিরোধে গণটিকা দেওয়াসহ বিভিন্ন কার্যকর কর্মসূচির কারণে বর্তমানে দেশ ও জাতি অনেকটা নিরাপদে। দেশে ইতিমধ্যে অনেক মেলা, উৎসব অনুষ্ঠিত হচ্ছে।তিনি বলেন, বিগত ১১০ বছর ধরে এই বলি খেলা লালদীঘির মাঠেই অনুষ্ঠিত হয়ে আসছে। ঐতিহাসিক এই লালদীঘির মাঠ শত শত বছর ধরে অনেক ঘটে যাওয়া ইতিহাসের সাক্ষী। তার স্মৃতি ধরে রাখতে সরকার মাঠের অবকাঠামোগত উন্নয়ন করেছে। যা প্রশংসার দাবিদার।মুহাম্মদ জামাল হোসেন বলেন, বর্তমানে উদ্বোধনের অপেক্ষায় মাঠটি উন্মুক্ত নয়। বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে পরিচিত আবদুল জব্বারের বলি খেলা ও মেলাসহ চট্টগ্রামের মানুষের কাছে সব ধরনের অনুষ্ঠান পুনরায় ফিরিয়ে আনতে এই লালদীঘির মাঠ দ্রুত উন্মুক্ত করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।সংবাদ সম্মেলনে মেলা কমিটির সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।